ছাতা, রেইনকোট আর নগরবাসীর গল্প
ঝিরি ঝিরি বৃষ্টির ছোঁয়া গাছের সবুজ পাতা, রাস্তা, রিকশার চাকা, সিএনজির ছাদের ওপর নেমে এসে শহরের রঙগুলোকে এক ভিন্ন আভায় মোড়া দিয়েছে। কেউ ছাতা মাথায় তুলে তাড়াহুড়ো করছে অফিসের পথে, কেউ রেইনকোটের ভেতর লুকিয়ে আছে বৃষ্টির হাতছানি থেকে। আর কেউ রিকশার চালাচ্ছেন আবার কেউ বা পেছনে বসে বৃষ্টি উপভোগ করছেন। এই ভেজা সকাল কেবল জল নয়, শহরের মানুষের গল্পও বয়ে আনে। ক্লান্তির সঙ্গে মিশে থাকে আনন্দ, অপেক্ষার সঙ্গে মিশে থাকে ধৈর্য। ছাতা আর রেইনকোট শুধু বৃষ্টি থেকে রক্ষা করে না, বরং নগরবাসীর ছোট ছোট মুহূর্তকে, একেকটি চোখের ঝলককে, বৃষ্টির ছন্দে বেঁধে রাখে। এই শহরের মানুষের প্রতিদিনের লড়াই, হাসি, আর সাময়িক স্বস্তি সবই ভিজে বৃষ্টির সঙ্গে। ছবি: মাহবুব আলম
-
ঝিরি ঝিরি বৃষ্টির শব্দ যেন শহরের ব্যস্ততাকে মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছে।
-
বৃষ্টির পরশে ভিজে গেছে গাড়ি, সিএনজি, রিকশা সবকিছু।
-
কেউ ছাতা মাথায় তুলে কাজে বের হয়েছেন, কেউ রেইনকোটে ভরসা রেখেছেন। আর কেউ আছেন, শুধুই বৃষ্টির সঙ্গে মিশে রিকশায় যাত্রী টানছেন।
-
রিকশাচালকদের চোখে দেখা যায় এক আলাদা দৃশ্য, কেন যেন বৃষ্টির সঙ্গে তাদের ক্লান্তিও মিলেমিশে গেছে।
-
ভিজে থাকা পথ, হালকা বাতাস আর পায়ে ভিজে থাকা জুতো সব মিলিয়ে তাদের পথচলা যেন এক মায়াবী ছন্দে বাঁধা।
-
যাত্রীরা চুপচাপ বসে থাকেন, কেউ হয়তো দিনের প্রথম কফি আর চা মগের গরম শীতলতা মনে করছেন, কেউ হয়তো অফিসের ব্যস্ততা ভুলে সাময়িক স্বস্তি খুঁজছেন এই বৃষ্টি ভেজা দিনে।
-
বৃষ্টির দিনেও থেমে নেই কারোর পথচলা। হাসিমুখে সাইকেলে চেপে কাজে বেরিয়েছেন তিনি।
-
এ রকম দিন ঢাকার মানুষের জীবনের ছোট ছোট গল্পকে আরও নরম করে, আরও আবেগঘন করে তোলে।
-
বৃষ্টির জল শুধু রাস্তা ভিজায় না, মানুষের মনের কোণে এক অদৃশ্য শীতল স্পর্শ ছড়িয়ে দেয়।
-
হয়তো বৃষ্টি থেমে যাবে। কিন্তু ঢাকার এই ভেজা সকাল আর মানুষের ছোট ছোট মুহূর্তগুলো, ছাতা-রেইনকোটের গল্পগুলো, রিকশার পেছনে চেপে থাকা কল্পনার মতোই বেঁচে থাকবে আমাদের মনে।