ছাতা, রেইনকোট আর নগরবাসীর গল্প

প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৩ আগস্ট ২০২৫ আপডেট: ০১:১৪ পিএম, ২৩ আগস্ট ২০২৫

ঝিরি ঝিরি বৃষ্টির ছোঁয়া গাছের সবুজ পাতা, রাস্তা, রিকশার চাকা, সিএনজির ছাদের ওপর নেমে এসে শহরের রঙগুলোকে এক ভিন্ন আভায় মোড়া দিয়েছে। কেউ ছাতা মাথায় তুলে তাড়াহুড়ো করছে অফিসের পথে, কেউ রেইনকোটের ভেতর লুকিয়ে আছে বৃষ্টির হাতছানি থেকে। আর কেউ রিকশার চালাচ্ছেন আবার কেউ বা পেছনে বসে বৃষ্টি উপভোগ করছেন। এই ভেজা সকাল কেবল জল নয়, শহরের মানুষের গল্পও বয়ে আনে। ক্লান্তির সঙ্গে মিশে থাকে আনন্দ, অপেক্ষার সঙ্গে মিশে থাকে ধৈর্য। ছাতা আর রেইনকোট শুধু বৃষ্টি থেকে রক্ষা করে না, বরং নগরবাসীর ছোট ছোট মুহূর্তকে, একেকটি চোখের ঝলককে, বৃষ্টির ছন্দে বেঁধে রাখে। এই শহরের মানুষের প্রতিদিনের লড়াই, হাসি, আর সাময়িক স্বস্তি সবই ভিজে বৃষ্টির সঙ্গে। ছবি: মাহবুব আলম