রোদে ঢাকা শহর, নগরবাসীর সঙ্গী ছাতা
ঢাকার রাস্তায় আজ প্রখর রোদ। সকালের কোমল আলোর আড়াল পেরিয়ে দুপুর নাগাদ সূর্য যেন উজাড় করে দিয়েছে তার সমস্ত তেজ। রাস্তায় বের হলে চোখ মেলা দায়, হাঁটা তো দূরের কথা-শ্বাস নেওয়াও যেন ভারী মনে হয়। এমন সময়ে শহরের রাস্তায় দেখা যায় এক ভিন্ন দৃশ্য। অফিসগামী হোক কিংবা শিক্ষার্থী, বাজারে যাওয়া মানুষ কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া পথচারী-সবার হাতেই এখন একটাই ভরসা, একটি ছাতা। ছবি: মাহবুব আলম
-
নগরজীবনের ব্যস্ততায় কারও পক্ষে রোদকে এড়িয়ে ঘরে বসে থাকা সম্ভব নয়। তাই রোদ থেকে রক্ষা পেতে ছাতাই হয়ে উঠেছে সবার সঙ্গী। কেউ ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে, কেউবা রিকশা বা বাসে ওঠার আগ পর্যন্ত রোদের আঁচ থেকে নিজেকে বাঁচাতে ছাতার আশ্রয় নিচ্ছেন।
-
গরমে তীব্র রোদ শুধু অস্বস্তিই তৈরি করে না, এর সঙ্গে বাড়িয়ে তোলে নানা স্বাস্থ্যঝুঁকি।
-
হিটস্ট্রোক, পানিশূন্যতা, মাথাব্যথা কিংবা চর্মরোগ-সবকিছুই এ সময়ে বেড়ে যায়।
-
চিকিৎসকদের মতে, দুপুরের প্রখর রোদে দীর্ঘসময় বাইরে থাকলে শরীরের ওপর চাপ বাড়ে, তাই মাথায় ছাতা রাখা বা হালকা কাপড় পরাই হতে পারে সবচেয়ে কার্যকর সুরক্ষা।
-
একসময় ছাতা শুধু বৃষ্টির দিনে ব্যবহার করা হতো। এখন তবে তা নগরজীবনের অপরিহার্য উপকরণে পরিণত হয়েছে। বিভিন্ন রঙ ও নকশার ছাতা তরুণ-তরুণীদের কাছে ফ্যাশনের অংশ হয়ে উঠেছে। কেউ মেলে ধরছেন ফুলেল ছাতা, কেউ আবার বেছে নিচ্ছেন একরঙা পরিপাটি ডিজাইন।
-
ঢাকায় গরম আর রোদ এখন প্রায় সারা বছর ধরেই স্থায়ী অতিথি। যারা ছাতা ছাড়া রেব হয়েছেন তারা রোদের তেজ থেকে বাঁচতে যা দিয়ে পারছেন মাথা ঢেকে চলাচল করছেন।
-
কেউ আবার ছোট রুমাল ভিজিয়ে মাথায় দিয়ে চলাচল করছেন।
-
সন্তান কোলে বের হয়েছিলেন এক মা। নিতে ভুলে গেছেন ছাতা। তাই তো সন্তানকে রোদের তেজ থেকে বাঁচাতে নিজের আঁচলে ঢেকে রেখেছেন।
-
ঢাকার এই প্রখর রোদে ছাতা শুধু রোদ থেকে সুরক্ষা নয়, বরং স্বাস্থ্যরক্ষার ঢাল ও ফ্যাশনের অংশও বটে। তাই আজকের নগরবাসীর পথচলায় ছাতা যেন হয়ে উঠেছে এক অবিচ্ছেদ্য সঙ্গী।