আপেল-আঙুর-কমলার রঙে জমজমাট কারওয়ান বাজার

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০২৫ আপডেট: ১২:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০২৫

শীতের আগমনী হাওয়ায় প্রকৃতির মতোই রঙ বদলে গেছে রাজধানীর বাজারগুলোর। বিশেষ করে কারওয়ান বাজারে ঢুকলে মনে হয় যেন ছোট্ট এক ফলের কার্নিভাল বসেছে। সারি সারি দোকানে সাজানো আছে লাল, সবুজ, কমলা আর বেগুনির সমাহার যার অধিকাংশই বিদেশি ফল। ক্রেতারা থমকে দাঁড়িয়ে খোঁজ নিচ্ছেন, দাম মিলিয়ে দেখছেন আর যতটা সম্ভব শীতের শুরুতেই কেনার চেষ্টা করছেন পছন্দের ফলগুলো। ছবি: মাহবুব আলম