আপেল-আঙুর-কমলার রঙে জমজমাট কারওয়ান বাজার
শীতের আগমনী হাওয়ায় প্রকৃতির মতোই রঙ বদলে গেছে রাজধানীর বাজারগুলোর। বিশেষ করে কারওয়ান বাজারে ঢুকলে মনে হয় যেন ছোট্ট এক ফলের কার্নিভাল বসেছে। সারি সারি দোকানে সাজানো আছে লাল, সবুজ, কমলা আর বেগুনির সমাহার যার অধিকাংশই বিদেশি ফল। ক্রেতারা থমকে দাঁড়িয়ে খোঁজ নিচ্ছেন, দাম মিলিয়ে দেখছেন আর যতটা সম্ভব শীতের শুরুতেই কেনার চেষ্টা করছেন পছন্দের ফলগুলো। ছবি: মাহবুব আলম
-
এ বছর বিদেশি ফলে আমদানি শুল্ক কমায় বাজারে দামও কিছুটা নরম। ফলে ক্রেতাদের ভিড় অন্য বছরের তুলনায় এবার একটু বেশি চোখে পড়ছে।
-
বিক্রেতাদেরও মুখে হাসি, কারণ দাম সামান্য কমলেও বিক্রি বেড়েছে দ্বিগুণ।
-
কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, আপেল বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩০০ টাকা কেজি দরে।
-
আঙুর মিলছে ৩৮০ টাকা কেজিতে।
-
বেদেনা (পমেগ্রানেট) পাওয়া যাচ্ছে ৪০০ টাকা কেজিতে।
-
কমলা বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকা কেজিতে।
-
দেশি ফলের চাহিদা শীতেও থাকে, কিন্তু উজ্জ্বল রঙ আর দীর্ঘস্থায়ী হওয়ার কারণে বিদেশি ফলগুলো বাজারে আলাদা আকর্ষণ তৈরি করে। আপেল, কমলা, আঙুর সবই যেন শীতের শুরুতে নতুন উদ্যমে মানুষের ঝুড়িতে জায়গা করে নিতে ব্যস্ত।
-
কারওয়ানবাজারের ভিড়, বিক্রেতাদের ডাক আর ফলের বাহারি রঙ শীতের আগমনী আনন্দকে আরও বাড়িয়ে দেয়। বড় বড় বক্সে ফল খালাস হচ্ছে, ক্রেতারা হাতে নিয়ে পরীক্ষা করছেন-এ যেন শীতের এক বিশেষ দৃশ্যপট।
-
শীত মানেই পুষ্টিকর ফল-সবজির মৌসুম। আর এই বিদেশি ফলগুলো সেই পুষ্টির সরবরাহকে আরও সমৃদ্ধ করছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমলা আর আপেলের ভূমিকা এই সময়ে বেশি উল্লেখযোগ্য।
-
কারওয়ান বাজারের রঙিন ফলের সারি দেখে মনে হয়-শীত এখন আর শুধু শীত নয়, রঙের মৌসুমও বটে।