খালেদ মাসুদ পাইলটের জন্মদিন আজ
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম উইকেট রক্ষক ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের জন্মদিন আজ। ১৯৭৬ সালের এই দিনে রাজশাহীতে জন্ম তার। ছবি: সংগৃহীত
-
ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক পাইলট ১৯৯৭ সালের আইসিসি ট্রফির ফাইনালে কেনিয়ার বিপক্ষে জয় এনে দিয়েছিল। টেস্ট ও ওয়ানডে উভয় ক্ষেত্রেই সফলতার সঙ্গে খেলেছেন এ ডানহাতি ব্য্যটসম্যান।
-
১৯৯৫ সালের ৫ এপ্রিল ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। এরপর ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় পাইলটের।
-
২০০৬ সালের ৫ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ ও ২০০৭ সালের ২৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেন তিনি।
-
ক্যারিয়ারে ৪৪টি টেস্টে একটি সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৪০৯ রান করেন পাইলট। আর ১২৬টি ওয়ানডে ম্যাচে সাতটি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৮১৮ রান করেন।
-
ক্রিকেট থেকে অবসর নিলেও কোচিংয়ের সাথে যুক্ত রয়েছেন এ তারকা ক্রিকেটার। খেলা ছাড়াও টেলিভিশনে কয়েকটি নাটকে অভিনয় করেছেন খালেদ মাসুদ পাইলট।