আজ অজিদের দুরন্ত ‘পায়রা’ গ্লেন ম্যাকগ্রার জন্মদিন
অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রার জন্মদিন আজ। ১৯৭০ সালের এই দিনে নিউ সাউথ ওয়েলসের ডুব্বো শহরে জন্ম তার। এই পেসারের পুরো নাম গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ন্যারোমিন শহরে তার বেড়ে ওঠা, ক্রিকেট খেলা। মাত্র ২৩ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম মাঠে নামেন তিনি। দ্রুত পাদপ্রদীপের আলোয় আসা ও মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পরই অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পেয়ে যান তিনি।
-
১৯৯৩ সালে পার্থে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন তিনি। ১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও ম্যাকগ্রার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। সে সিরিজে তিনি নিয়েছিলেন ১৭ উইকেট, তাও আবার ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে।
-
২০০৭ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন নিজের টেস্ট ম্যাচটি। এর আগে ১২৪ টেস্টে ২১.৬৪ গড়ে শিকার করেন ৫৬৩ উইকেট। ২২.০২ গড়ে ওয়ানডেতে তার শিকার ২৫০ উইকেট। আর দুই টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ৫ উইকেট।
-
টেস্ট ক্রিকেটে ম্যাকগ্রার সর্বোচ্চ বোলিং ফিগার ২৪ রান খরচায় ৮ উইকেট শিকার। ওয়ানডেতে সেটা ১৫ রানে ৭ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৩১ রানে ৩ উইকেট।
-
১৯৯৩-২০০৭ সাল পর্যন্ত তার বোলিং নেতৃত্বেই উড়ে বেড়াত অস্ট্রেলিয়া। তিনি যেন ছিলেন অজিদের বোলিং ‘পায়রা’। এ সময় অস্ট্রেলিয়া জিতেছিল ৩ বিশ্বকাপ (১৯৯৯, ২০০৩ আর ২০০৭)।