ব্যাট হাতে এক দেশকে স্বপ্ন দেখানো সেই ছেলেটির আজ জন্মদিন
ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের জন্মদিন আজ। ১৯৭৩ সালের এই দিনে নির্মল নার্সিং হোমে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
মাত্র ১৬ বছর বয়সে টেস্টে অভিষেক শচীনের। একই বছর ওয়ানডেতেও পা রাখেন তিনি। এরপরের ইতিহাস তো কারোরই অজানা নয়, একের পর এক রেকর্ড তার পায়ের তলায় লুটিয়ে পড়েছে।
-
শচীন একটা নাম, যেটা বললেই কোটি মানুষের হৃদয়ে ভেসে ওঠে হাসি, কিছু নস্টালজিক দুপুর আর বহু রঙিন সন্ধ্যা।
-
দীর্ঘ ২৪ বছর দেশের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন এই কিংবদন্তি।
-
তার ঝুলিতে আছে ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ২০১ আন্তর্জাতিক উইকেট, ২০১১ বিশ্বকাপ জয়, ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি।
-
সাউথ আফ্রিকা হোক কিংবা শারজাহ, অস্ট্রেলিয়া হোক বা ওয়াংখেড়ে; যখনই ব্যাট হাতে মাঠে নামতেন ঠিক তখনই স্টেডিয়াম বেজে উঠত সেই চিরপরিচিত ধ্বনিতে- ‘শচীন’, ‘শচীন’…
-
২০১৩ সালের নভেম্বরে যখন তিনি শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন, গোটা দেশ যেন একসঙ্গে থেমে গিয়েছিল। তার সেই বিদায়ী বক্তৃতা যেখানে কণ্ঠ বারবার কেঁপেছে, চোখে পানি চলে এসেছে, যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়।