মাঝমাঠের রাজপুত্র জুড বেলিংহামের জন্মদিন আজ
ইংলিশ ফুটবলের উদীয়মান তারকা জুড বেলিংহামের জন্মদিন আজ। ২০০৩ সালের এই দিনে ইংল্যান্ডের স্টাওয়ারব্রিজে জন্ম নেওয়া জুড ভিক্টর উইলিয়াম বেলিংহামের পরিবার ছিল খেলাধুলাপ্রিয়। তার বাবা মার্ক বেলিংহাম নিজেও ছিলেন একজন সাবেক ফুটবলার এবং পুলিশ অফিসার। বাবার প্রেরণাতেই জুড মাত্র ছয় বছর বয়সে যোগ দেন বার্মিংহাম সিটির একাডেমিতে। ছবি: ফেসবুক থেকে
-
মাত্র ২২ বছর বয়সেই যিনি বিশ্ব ফুটবলে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। মধ্যমাঠে তার চলাফেরা, খেলার পাঠোদ্ধার ক্ষমতা, গোলের সূক্ষ্ম বোধ এবং নেতৃস্থানীয় মনোভাব-সব মিলিয়ে তাকে বলা হয় ‘ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক’।
-
মাত্র ১৬ বছর বয়সে বার্মিংহাম সিটির হয়ে সিনিয়র দলে অভিষেক ঘটে জুডের, আর সেখানেই প্রথম ম্যাচেই গোল করে সবাইকে চমকে দেন। তিনি হয়ে ওঠেন ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এত অল্প বয়সে এমন পারফরম্যান্সের পর ক্লাব তার সম্মানে তার জার্সি নম্বর ‘২২’ স্থায়ীভাবে তুলে রাখে এমন সম্মান এর আগে খুব কম তরুণই পেয়েছে।
-
২০২০ সালে ডর্টমুন্ডে যোগ দেন মাত্র ১৭ বছর বয়সে। ইউরোপের তরুণ প্রতিভাদের জন্য ডর্টমুন্ড ছিল আদর্শ গন্তব্য, আর বেলিংহাম সেটিকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তোলেন পরিপক্ব এক মিডফিল্ডার হিসেবে। বুন্দেসলিগায় দুর্দান্ত খেলেন, চ্যাম্পিয়নস লিগেও নজর কাড়েন। ক্লাবের হয়ে শতাধিক ম্যাচ খেলে দেন একাধিক গোল ও অ্যাসিস্ট, যা প্রমাণ করে তার বহুমাত্রিকতা।
-
২০২৩ সালে ইউরোপীয় ফুটবলের রাজপুত্রদের ক্লাবে, অর্থাৎ রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। এক মৌসুমেই হয়ে ওঠেন লা লিগার অন্যতম সেরা খেলোয়াড়। গোল করার দায়িত্ব নিতে পিছুপা হননি, আবার মাঝমাঠ সামলানোর ভারও কাঁধে নিয়েছেন দক্ষভাবে। এমনকি এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে গোল করে মাদ্রিদ সমর্থকদের হৃদয়ে ঠাঁই করে নেন।
-
ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে ইউরো এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চেও দেখিয়েছেন সাহসী পারফরম্যান্স। তিনি এখন শুধু তরুণ নন, বরং দলের গুরুত্বপূর্ণ অংশ। ইংল্যান্ডের ভবিষ্যৎ মিডফিল্ডের কাণ্ডারি হিসেবেই তাকে দেখা হয়।
-
বয়সে তরুণ হলেও চিন্তায় পরিপক্ব। মিডিয়া, সমর্থক ও সতীর্থদের সঙ্গে তার ব্যবহার, দায়িত্বশীলতা এবং পরিপক্বতা তাকে আলাদা করে তোলে।