মাঝমাঠের রাজপুত্র জুড বেলিংহামের জন্মদিন আজ

প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৯ জুন ২০২৫ আপডেট: ১২:০৫ পিএম, ২৯ জুন ২০২৫

ইংলিশ ফুটবলের উদীয়মান তারকা জুড বেলিংহামের জন্মদিন আজ। ২০০৩ সালের এই দিনে ইংল্যান্ডের স্টাওয়ারব্রিজে জন্ম নেওয়া জুড ভিক্টর উইলিয়াম বেলিংহামের পরিবার ছিল খেলাধুলাপ্রিয়। তার বাবা মার্ক বেলিংহাম নিজেও ছিলেন একজন সাবেক ফুটবলার এবং পুলিশ অফিসার। বাবার প্রেরণাতেই জুড মাত্র ছয় বছর বয়সে যোগ দেন বার্মিংহাম সিটির একাডেমিতে। ছবি: ফেসবুক থেকে