রোয়ানু ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান : খন্দকার মোশাররফ


প্রকাশিত: ০৯:১২ এএম, ২১ মে ২০১৬

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও পেশাজীবীদেরও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শহীদ জিয়া গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
 
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তমে) ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রোয়ানু  আজ (শনিবার) দুপুরে বাংলাদেশ উপকূলে আঘাত হানে।

অনুষ্ঠানে শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী দীপেন দেওয়ান, ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ড্যাব নেতা অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. শহিদুল আলম, অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক ডা. আব্দুস সালাম, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।

এমএম/এমএমজেড/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।