আত্মগোপনে ছাত্রদলের ১৫৩ নেতা!


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

রাজপথের আন্দোলনকে সফল করতে গত সেপ্টেম্বর মাসে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫৩ সদস্যের আংশিক কমিটি গঠন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক্ষেত্রে পরীক্ষিত ও ত্যাগীদেরকে প্রাধান্য দিয়েছেন তিনি।

কমিটি গঠনের পর বিএনপির পক্ষ থেকে ছাত্রদল পদপ্রাপ্ত নেতাদের নানাভাবে উৎসাহ উদ্দীপনা দেয়া হয়েছে। আবার যে কোন মূল্যে সরকার পতন আন্দোলন সফল করতে দিক নির্দেশনা দেয়া হয়েছিল। তারপরও রাজপথে খুঁজে পাওয়া যাচ্ছে না এসব নেতাদের।

ক্ষোভ প্রকাশ করে ছাত্রদলের এক নেতা বলেন, পদ পাওয়ার পর নেতারা মনে করছেন তাদের যা পাওয়ার তারা তা পেয়ে গেছেন। বিএনপির আন্দোলন ব্যর্থ হলে এই দায় সব অঙ্গ সংগঠনের উপর বর্তাবে। তাই তারা নাকে তেল দিয়ে গুমাচ্ছেন। কর্মসূচি দেয়ার পর এসব নেতারা আত্মগোপনে চলে যান বলেও মনে করেন তিনি।

সূত্র জানায়, ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ও সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বিএনপি। কিন্তু সেদিন রাজধানীর কোথাও ছাত্রদল নেতাকর্মীদেরকে খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে গাজীপুরে ১৪৪ ধারা জারি ও ২০দলীয় জোটের শীর্ষনেতাদের মুক্তির দাবিতে সোমবার হরতালের ডাক দেয় বিএনপি। কিন্তু এই হরতালেও বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের সেই চির চেনা রুপ।

সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল কমিটিতে পদ প্রত্যাশীরা রোববার রাতের অন্ধকারে ও সোমবার ভোরে ঘন কুয়াশার মধ্যে হরতালের সমর্থনে মিছিল করে। এ সময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ৩/৪ জন নেতা মিছিলে অংশ নেন।

এদিকে সোমবার সকাল থেকে ছাত্রদলের বেশিরভাগ নেতার ফোন বন্ধ পাওয়া গেছে। আবার অনেক নেতাকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।

ছাত্রদল নবগঠিত কমিটির সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সভাপতি মামুনুর রশিদের ফোন গতকাল থেকে বন্ধ রয়েছে। পাশাপাশি ১৫৩ নেতার মধ্যে প্রায় ১৫০ নেতার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, আগামী ৫ জানুয়ারির আন্দোলন নিয়ে বিএনপি কৌশলে রয়েছে। তাই রাজপথে তারা নেই। হরতালকে গতানুগতিক কর্মসূচি দাবি করে তিনি বলেন, যতটুকু না করলেই নয় ততটুকু করা হচ্ছে।

ছাত্ররাজনীতিতে হঠাৎ এত ছন্দ পতন কেন- জানতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে এসএমএস করলেও তিনি সাড়া দেননি।

এদিকে বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মোবাইল ফোনও সোমবার সকাল থেকে বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।