নির্বাচনের সময়সীমা নিয়ে জাতি হতাশ: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ এএম, ০৭ জুন ২০২৫
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরের বছরের এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন

বিএনপি মহাসচিব বলেন, বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায়, সেটাই আশা ছিলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে শুধু বিএনপি নয়, গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণায়।

কেএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।