দেশে ফেরার সিদ্ধান্ত সময়মতো নেবেন তারেক রহমান: খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৩ জুন ২০২৫
প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন, ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত সময়মতো নেবেন তারেক রহমান।

শুক্রবার লন্ডন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান দীর্ঘদিন যাবৎ এখানে (লন্ডনে) অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার দেশে ফিরতে কোনো বাধা নেই। এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি না কিংবা তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন- এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এ ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছা দেশে ফিরে যেতে পারেন। তবে এটার সিদ্ধান্ত তিনি নেবেন, সময়মতো।

কেএইচ/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।