নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে: সারজিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৬ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। সোমবার (১৬ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, অভ্যুত্থানের সময় তারা রেমিটেন্স শাটডাউন দিয়ে অভ্যুত্থানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছিলেন। দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে যে দুটি পিলারের ওপর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রবাসীর ভাইদের পাঠানো রেমিটেন্স।

তিনি লেখেন, আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার- ভোটাধিকারের প্রশ্ন আসে, তখন মুখে কুলুপ কেন? কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে, স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক। ২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

এনএস/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।