সরকার একটি নির্দিষ্ট দলের ‘অনুগত’: মাসুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৭ জুন ২০২৫
ড. শফিকুল ইসলাম মাসুদ

সরকার একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতির প্রধান প্রত্যাশা ছিল—সংস্কার, গণহত্যার বিচার এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। অথচ তারা জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে, যা ছাত্র-জনতার জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, জাতীয় ঐক্য বিনির্মাণে জাতি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা আশা করে।

এই জামায়াত নেতা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু ভোটের রাজনীতি করে না। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণের জন্য। জামায়াতের রাজনীতি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়। জামায়াত কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা অনিয়মকারীদের আশ্রয় দেয় না। বরং মসজিদের ইমাম থেকে রাষ্ট্র পরিচালনার জন্য আদর্শ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলছে।

তিনি বলেন, আমাদের বন্ধু সংগঠনের কেউ কেউ নির্বাচনের আগেই নিজেদের জন্য ২৮০ আসন নিশ্চিত বলে দাবি করছেন। এ ধরনের বক্তব্য সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করতে পারে। জাতি শঙ্কিত—ভোটের আগেই তারা নিজেদের বিজয়ী ঘোষণা করে বসতে পারে। আমি আহ্বান জানাই—ক্ষমতার মোহ না করে সবাই দেশ গঠনের কাজে মনোনিবেশ করুন।

প্রধান আলোচকের বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ভোটের রাজনীতির কারণে দেশের শ্রমিকরা বারবার প্রতারিত হয়েছে। রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাদের শোষণ করা হয়েছে। তাই শোষণমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শে সমাজ গড়ার লক্ষ্যে শ্রমিকদের এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোশাররফ হোসাইন।

এএএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।