কারা হেফাজতে মিলনের মৃত্যু

পিতৃহীন সুরাইয়া এসএসসি পাস করায় তারেক রহমানের শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১১ জুলাই ২০২৫
সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন নেতাকর্মীরা

২০১৮ সালে কারা হেফাজতে মৃত্যুর শিকার ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিলনের বড় মেয়ে জান্নাতুল সুরাইয়া মাহী চলতি বছর এসএসসি পরীক্ষায় পাস করেছেন। তার এই সফলতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের উদ্যোগে একটি প্রতিনিধিদল জান্নাতুল সুরাইয়া মাহীর গাজীপুরের টঙ্গীর বাড়িতে তারেক রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেয়।

প্রতিনিধিদলটি জান্নাতুল সুরাইয়া মাহীকে তারেক রহমানের পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন করেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।