‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৫ জুলাই ২০২৫
সোমবার বরগুনায় সমাবেশ করেন এনসিপি নেতারা/ ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!’

এছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করছে দলটি। এর অংশ হিসেবে জেলায় জেলায় সমাবেশ করছে তারা। সমাবেশে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন।

এনএস/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।