যারা খাল দখল করে তাদের মনোনয়ন দেওয়া হবে না: আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৬ জুলাই ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি

যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন।

শনিবার (২৬ জুলাই) রাজধানীতে পানি, কৃষি ও খাদ্যনিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

খসরু বলেন, আগে সরকারের কারণে নির্বাচন হয়নি, তাই কেউ জবাবদিহির আওতায় আসেনি। এ সময় শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, তাদের মনোনয়ন দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সারাদেশে ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি। দেশের জন্য সুখবর হচ্ছে জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কাজ করছে।

কেএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।