রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা প্রতিস্থাপন চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৭ জুলাই ২০২৫
ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান

রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া সংসদে নারী প্রতিনিধি নির্বাচনে পিআর পদ্ধতি চায় দলটি।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, সংবিধানে রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাব সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। এখানে কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে। তবে আমরাসহ অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি।

জামায়াতের এই নেতা বলেন, সংসদে নারী প্রতিনিধিদের ব্যাপারে কমিশন প্রস্তাব দিয়েছে এক তৃতীয়াংশ নারী সদস্য থাকবে কমপক্ষে। অর্থাৎ ৩০০ আসন পুরুষ, ১০০ আসন নারী। ৪০০ আসনের পার্লামেন্টের ব্যাপারে অধিকাংশ দলই ঐকমত্য পোষণ করেছে। তবে নারী আসনের নির্বাচন প্রক্রিয়া কী হবে- এটা নিয়ে এখন আলোচনা চলছে। জামায়াতের বক্তব্য এ ব্যাপারে খুবই পরিষ্কার। আমরা বলেছি ১০০ আসনের নারী প্রতিনিধি থাকতে পারে, তবে ৩০০ আসনের ভোটের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হবে। অর্থাৎ পিআর পদ্ধতিতে ১০০ আসনে নারী সংসদ সদস্যদের ব্যাপারে একমত পোষণ করেছি।

আরও পড়ুন

তিনি বলেন, একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন- এ প্রস্তাবে সবাই একমত হয়েছে। আমরাও এই প্রস্তাবে একমত পোষণ করেছি।

রফিকুল ইসলাম খান বলেন, পুলিশ কমিশনের গঠন প্রক্রিয়ায় সবাই একমত। পুলিশ কমিশনের উদ্দেশ্য হবে, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাতে আইনানুকভাবে ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হয় তা নিশ্চিত করা। পুলিশ বাহিনীর যে কোনো সদস্যের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি করা। নাগরিকদের পক্ষ থেকে পুলিশ বাহিনীর কোনো সদস্যর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি করা- এটা হলো উদ্দেশ্য। কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হবে। এক্ষেত্রে কমিশনের প্রস্তাবের সঙ্গেও ঐকমত্য পোষণ করেছি।

কয়েকটি দল দাবি করেছে, প্রধান উপদেষ্টা চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে যতটুকু খবর আছে, প্রধান উপদেষ্টা এটা (নির্বাচনের তারিখ ঘোষণা করবেন) বলেননি। আশা করছি এবং কমিশনও চেষ্টা করছে, মোটামুটি এই পয়েন্টে একমত আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে।

এনএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।