‘তারেক রহমানের সাধারণ জীবনযাপন’
যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাসস্টপেজ থেকে ছবিগুলো তোলা হয়েছে।
ছবিগুলোর মধ্যে নিউ ভিক্টোরিয়া হসপিটাল বাসস্টপেজ থেকে তোলা একটি ছবিতে দেখা যায়, তিনি সাধারণ যাত্রীর মতো লোকাল বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন, সময় কাটাচ্ছেন নিজের মোবাইল ফোনে কিছু একটা পড়ে। পেছনে স্পষ্ট লেখা রয়েছে বাসের গন্তব্য: কিংস্টন, যার মাধ্যমে তার সাদাসিধে জীবনধারা ও সরল মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন নেটিজেনরা।

একটি ছবিতে দেখা যায় তিনি বাসে উঠছেন, আরেকটিতে দেখা যায় তিনি বাস থেকে নামছেন।
একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন
- আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান
- কয়েকজনের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে মানুষ জুলাইয়ে শহীদ হয়নি
তারা বলছেন, ‘যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজও তার রাজনৈতিক আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখেই জীবনযাপন করে চলেছেন। দলের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বে থেকেও তিনি কখনো কোনো ভিআইপি সুবিধা গ্রহণ করেননি। বরং সাধারণ নাগরিকের মতোই দৈনন্দিন জীবনে চলাফেরা করে যাচ্ছেন।’
নেটিজেনরা বলছেন, ‘এ ধরনের আচরণ শুধু একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত নম্রতার পরিচায়ক নয়, বরং এটা তার নেতৃত্বদানের দর্শনেরও প্রতিফলন—যেখানে রাষ্ট্রনায়ক ও জনগণের মাঝে কোনো প্রাচীর থাকে না।’

বাংলাদেশের রাজনীতিতে যেখানে ক্ষমতার কেন্দ্রস্থলগুলো প্রায়শই বিলাসিতা, প্রটোকল এবং প্রাচুর্যে আবৃত থাকে, সেখানে তারেক রহমানের এই সাধারণ জীবনধারা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক ব্যতিক্রমী বার্তা বলে মনে করছেন তারা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও ছবিগুলো দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আগামীদিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন—যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।’
কেএইচ/ইএ