জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আহত নুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫ এএম, ৩০ আগস্ট ২০২৫
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আহত নুর

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দাবি করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, এদিন সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সরে যেতে সময় বেধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা সরে না গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে। পরে নুরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেআর/এনএইচআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।