নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ৩১ আগস্ট ২০২৫
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রুহুল কবির রিজভী

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই বীভৎস হামলা পূর্ব পরিকল্পিত। নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। তার শরীরে আঘাত গুলো ডানে-বামে লাগলে অনিবার্যভাবে মৃত্যু ছাড়া জীবিত পেতাম না।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নুরকে দেখে বেরিয়ে আসার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নুরের ওপর এর আগে ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে তিনি যেখানেই গিয়েছেন, সেখানেই ফ্যাসিবাদী সরকারের হামলার শিকার হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

রিজভী অভিযোগ করেন, শুক্রবার নুর সেখানে কোনো সহিংসতা করেননি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমণ করা হয়েছে। ৫ আগস্টের ‌‘পরাজিত শক্তি’ নানাভাবে বিষদাঁত বসানোর চেষ্টা করছে।

জাতীয় পার্টির প্রসঙ্গে রিজভী বলেন, ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত আছেন কিনা জানি না। যে লোক নির্বাচনের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে? এরা গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির সঙ্গে বিএনপি একমত কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী জানান, এটি দলের সিদ্ধান্তের বিষয়।

কাজী আল-আমিন/কেএইচকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।