ধানমন্ডি লেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোভাবর্ধন কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৯ অক্টোবর ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি লেকের পানি দূষণমুক্ত ও শোভাবর্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক ও মানবতার সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়োজিত। পরিবেশ রক্ষায়, পশুপাখি ও সবুজ বনায়নের ওপর জোর দিয়ে যাচ্ছে। এছাড়া এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করানো, বৃত্তি দেওয়া ও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এই সংগঠন জড়িত। রক্তদান কর্মসূচি থেকে সকল মানবিক কর্মকাণ্ডে জড়িত এ সংগঠনটি।

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শহরকে বাঁচাতে হলে আমাদের নাগরিকদের ভূমিকা নিতে হবে। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে।

কেএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।