বিএনপি নেতা হামিদুল হকের মৃত্যুতে তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২১ অক্টোবর ২০২৫
হামিদুল হক মোহন/ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোক জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, হামিদুল হক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন।

তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সব আন্দোলন-সংগ্রামে হামিদুল হক সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের কাছে ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।

হামিদুল হক টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান।

এমএইচএ/একিউএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।