প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

বিএনপির মিডিয়া সেল বলছে, বৈঠকের পর বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করা হবে।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে যোগ দিতে স্থায়ী কমিটির সদস্যরা সশরীরে উপস্থিত হচ্ছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

কেএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।