খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ৩০ নভেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।

রোববার (৩০ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূতের পক্ষে ফুলের তোড়া ও পত্র নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান।

এতে আরও বলা হয়, চেয়ারপারসনের পক্ষে তা গ্রহণ করেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।