যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়: মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ছবি: জাগো নিউজ

যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায় এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গতবছরের ৫ আগস্ট তাই ঘটেছিল। কিন্তু দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করেছেন কোটি মানুষের জন্য।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে একথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়াও হয়েছেন উল্লেখ করে মঈন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বিএনপি চেয়ারপারসন।

রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া, এমন মন্তব্য করে মঈন খান আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উৎকণ্ঠায় আছে।

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

কেএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।