এভারকেয়ারে সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসক জাহিদের মা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৫
গত মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন/ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা গুরুতর অসুস্থ। তিনি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

দায়িত্বশীল সূত্র জানায়, প্রায় ৮২ বছর বয়সী বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ২৪ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগের দিন, গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জাহিদ হোসেন তখন তার চিকিৎসার সমন্বয় করছিলেন। ঠিক পরের দিনই তার অসুস্থ মাকেও সিসিইউতে ভর্তি করতে হয়।

কেএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।