তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের ভাগ্য বদলাবে: সালাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৮ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের ভাগ্যে বড় পরিবর্তন আসবে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় তিনি একথা বলেন।

আবদুস সালাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিয়ে যাকে প্রধানমন্ত্রী বানাবে, তিনি জনগণের সুখ-দুঃখ দেখবেন এবং অন্য কারও কাছে হাত পাততে হবে না। প্রধানমন্ত্রী নিজেই সই করে কাজ করে দেবেন। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে প্রশ্ন করতে হবে তারা কাকে প্রধানমন্ত্রী দেখতে চান। জনগণ যদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে, তাহলে সেই প্রধানমন্ত্রী জনগণের কথা শুনবেন এবং তাদের পাশে থাকবেন।

তারেক রহমানের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, তারেক রহমান এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার পক্ষে ভোটের কাজ করার আহ্বান জানিয়েছেন।

দলের শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, দলের নামে কেউ অপকর্ম করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। যত বড়ই হোক, যদি কেউ দলের ক্ষতি করে এমন কাজ করে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এলাকার মানুষ যেন শান্তিতে ও সুখে থাকতে পারে, সেজন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে এবং দলের কোনো কথা বা আচরণে যেন কেউ কষ্ট না পায় বা ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সালাম বলেন, দলের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণ কষ্ট পায় বা ক্ষুব্ধ হয়।

কেএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।