উৎকণ্ঠায় রয়েছে আওয়ামী লীগ : নানক


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ডে আওয়ামী লীগ উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। শনিবার দুপুরে  আওয়ামী লীগের যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

তবে যৌথসভা শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ব্রিফ করার কথা থাকলেও কোনো কথাই বলেননি।

নানক বলেন, সম্প্রতি ইজতেমা ময়দানের পাশ থেকে কাগজপত্র ও নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সব ঘটনায় আমরা উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে আমাদের দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে বলেছি। বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার সকাল ১১টার দিকে দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা ও ঢাকার আশেপাশের জেলার সভাপতি-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যদের নিয়ে যৌথসভা করে আওয়ামী লীগ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা.দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল ও দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

এছাড়াও এনামুল হক শামীম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংসী ও মানিকগঞ্জ জেলার শীর্ষ নেতারা যৌথসভায় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।