মেরুদণ্ডহীন বিএনপির সঙ্গে সংলাপ নয়: নাসিম


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫

মেরুদণ্ডহীন বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়। যে নেত্রীর ডাকে তার নিজ দলের নেতকর্মীরা রাস্তায় নামে না তাদের সঙ্গে কিসের সংলাপ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দলীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না। যারা মানুষ হত্যা করছে তাদের সঙ্গে কিসের সংলাপ। তিনি আরও বলেন, এবার বিএনপি চূড়ান্তভাবে পরাজিত হবে। দুনিয়ার কোথাও সন্ত্রাস করে কেউ জয়লাভ করতে পারেনি, বিএনপিও পারবে না।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জানুয়ারি রংপুরের মিঠাপুকুরে এবং ১৮ জানুয়ারি পলাশবাড়ীতে সমাবেশ করেবে ১৪ দল। এ ছাড়া জানুয়ারি মাসজুড়ে ধানমণ্ডি, মিরপুর, যাত্রবাড়ী, সদরঘাট, গুলিস্তান, গাবতলী, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ, পথসভা ও মিছিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।