খালেদা জিয়ার কার্যালয়ে আবারও তালা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আবারও তালা লাগানো হয়েছে। শনিবার রাত ১২টা ৪০ মিনিটে চেয়ারপাসনের কার্যালয়ের গেইটে তালা লাগানো হয় বলে গুলশান কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
রাতে শুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত একজন গণমাধ্যম কর্মী জাগো নিউজকে জানান, কার্যালয়ের সামনের সড়কের উত্তর পাশে দুটি কাভার্ডভ্যান ও দক্ষিণ পাশে একটি জলকামান এখনো আড়াআড়িভাবে রাখা আছে। পুলিশি পাহারাও আছে আগের মতোই।
একটি সূ্ত্র জানায়, ইজতেমার পর ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ঢাকায় অবস্থান নেয়ার বিষয়টি গুরুত্বসহকারে নিচ্ছে সরকার। সে লক্ষ্যে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলশান কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) রাতে মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি মধ্যরাত থেকে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হওয়ার পর এরই মধ্যে টানা ১৫ দিন এখানে পার করেছেন খালেদা জিয়া। মূল ফটকে তখন থেকেই একাধিকবার তালা লাগানো ও খোলার নাটক করা হয়েছে। যদিও প্রথম থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।
সরকারের পক্ষ থেকে খালেদাকে অবরুদ্ধ করার কথা অস্বীকার করা হলেও কার্যালয় থেকে শুধু নিজ বাসায় যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। খালেদা জিয়াও গৃহবন্দি হওয়ার চেয়ে কার্যালয়ে অবরুদ্ধ থাকাকেই বেঁছে নিয়েছেন।
অপরদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ৩ জানুয়ারি মধ্যরাত থেকে এখন পর্যন্ত তালাবদ্ধ। সেখানে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।