চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত ৪


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পুরতান চান্দগাঁও থানার পাশে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ ঘটনায় পুলিশের চার কনস্টেবল আহত হয়েছেন।

চান্দগাঁও থানার ডিউটি অফিসার এসআই মোহামামদ হাফিজ জানায়, সন্ধ্যায় টহল পুলিশের ওপর কয়েকটি ককটেল ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে চার কনস্টেবল আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন হলেন চান্দগাঁও থানার কনস্টেবল রমিজ।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।