সন্ত্রাসীদের নির্মূল করা ছাড়া কোনো পথ নেই : কামরুল
সারা পৃথিবীতে যে ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় বাংলাদেশেও সে ভাবে সন্ত্রাসীদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূলে সারা পৃথিবীতে যে আচরণ করা হয় বাংলাদেশে যারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে সেই আচরণ করা হচ্ছে এবং করা হবে। কথা পরিষ্কার এদের নির্মূল করা ছাড়া কোনো পথ নেই।
কামরুল ইসলাম বলেন, আজকে দেশবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই সকল সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নেই। তারা জোর করে, মানুষ হত্যা করে দাবি আদায় করতে চায়। এটা মেনে নেয়া যায় না।
সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বিএনপির নেতাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রতি আহবান জানাব এই সন্ত্রাস বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করুন। তাহলে আপনাদের সঙ্গে কথা হলেও হতে পারে।
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে কামরুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীতে যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা জানা নেই। আমার মনে হয় এর পরে দেশবাসী ঘুরে দাড়াবে।
সভার শুরুতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ডা. মোহাম্মদ সেলিম ও গণঅভূত্থানে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরর সদস্য কামরূল আহসান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
আরএস