বিএনপি-জামায়াত মানুষ হত্যা করছে : আসাদুজ্জামান নূর


প্রকাশিত: ১১:২৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

বিএনপি-জামায়াত অবরোধ-হরতালের নামে দেশের সাধারণ মানুষকে বোমা মেরে ও আগুনে পুড়িয়ে হত্যা করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। শনিবার লোহাগড়া রাম নারায়ণ পাবলিক লাইব্রেরী পরিদর্শন শেষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখন যারা আন্দোলন ডাক দেয় তারা কেউ মারা যায় না। নিরাপদে ঘরে বসে থেকে টেলিভিশনে কর্মসূচি দেয়। আন্দোলনের নামে ভাড়াটে সন্ত্রাসী রাস্তায় নামিয়ে নিরাপরাধ সহজ সরল মানুষ হত্যা করছে।

আসাদুজ্জামান নূর আরো বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে যাচ্ছি। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে উল্লেখ্য করে তিনি বলেন, আমরা যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি বিএনপি-জামায়াত অবরোধ হরতালের নামে দেশে সাধারণ বাস চালক, ট্রাক চালক, শিক্ষক, শিশুকে পেট্টোল বোমা মেরে আগুনে পুড়িয়ে হত্যার রাজনীতিতে মেতে উঠেছে।

তিনি বলেন, নির্বাচনের জন্য আরো চার বছর অপেক্ষা করতে হবে , আমরাও বিরোধীদলে ছিলাম আমরা আন্দোলন করতে গিয়ে পুলিশের মার খেয়েছি। সাধারণ মানুষ তখন মারা যায়নি।

লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন- নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক আবদুল গাফফার খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু প্রমুখ।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।