রাজধানীতে সাবেক দুই সংসদ সদস্য আটক


প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর মতিঝিল এলাকা থেকে লক্ষ্মীপুর জেলার সাবেক দুই সংসদ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে তাদের আটক করা হয়।

তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। আটককৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি আসনের বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন এবং রামগঞ্জ আসনের নিজামউদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক শ্রমিক জনতা লীগ প্রধান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর (বীর উত্তম) সাথে দেখা করতে গিয়েছিলেন তারা। দেখা করে ফেরার পথে রাস্তা থেকে তাদের আটক করে মতিঝিল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখার কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে সাবেক দুই সংসদ সদস্যকে আটক করা হয়েছে জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বলেন, এখন বলা যাচ্ছে না।

এ বিষয়ে উর্ধ্বোতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরে জানানো হবে।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।