মিরপুরে বাসে আগুন
ফাইল ছবি
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর সোয়া ১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা শ্রী ভোজেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরের দিয়াবাড়ি এলাকার সড়কে ক্লাসিক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-জ-০৪-২০২৭৮) আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
জেইউ/এএইচ/আরআই