জামায়াত নেতা মজিবুরসহ আটক ২


প্রকাশিত: ১০:০৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে জামায়াতের কেন্দ্রীয় নেতা কে এম মজিবুর রহমানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে হাজারিবাগের ভেড়িবাধ এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের আটক করে। এসময় পুলিশ  তাদের কাছ থেকে তিনটি ককটেল উদ্ধার করে। আটককৃত অপরজন হলেন হাজারিবাগ ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন।

হাজারিবাগ থানার ওসি মাইনুল হোসেন জাগোনিউজকে জানান, জামায়াত নেতা মজিবুর রহমান ফিরোজের বিরুদ্ধে ঝালকাঠি জেলায়, রাজধানীর ধানমন্ডি থানা ও হাজারিবাগে দুটি করে মোট ৬ টি মামলা রয়েছে। অপরদিকে উজ্জল হোসেনের বিরুদ্ধেও পুলিশের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিকেলে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হবে বলেও জানান তিনি।

জেইউ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।