নৌমন্ত্রীর বিক্ষোভে বোমা হামলা, আহত ৫


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

সমাবেশ শেষে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যাওয়ার পথে গুলশান-২ চত্বরে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের বিক্ষোভ মিছিলে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

গুলশান-২ চত্বরে অবস্থিত মেট্রোপলিটন প্লাজার ছাদ থেকে এ হামলা চালানো হতে পারে এ আশঙ্কায় ওই মার্কেটে ভাঙচুর শুরু করেছে শ্রমিক নেতাকর্মীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা চারটি মোটরসাইকেল ও মার্কেটের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে।

এ বিষয়ে গুলশান জোনের এসি নুরুল আলম জানান, আমরা অনেক ঝামেলার মধ্যে আছি। বোমা হামলার ঘটনা ঘটেছে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গুলশান জোনের ডিসি লুৎফুল কবির বলেন, `আমি হাসপাতলে আছি। ভীষণ ব্যস্ত। এ বিষয়ে পরে কথা বলা যাবে।`

বোমা হামলার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এমএম/জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।