বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা নয় : নাসিম


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি সন্ত্রাস ছেড়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করতে চাইলে তাতে কেউ বাধা দেবে না বলে  জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার উত্তরার আজমপুরে ১৪ দলের ডাকা বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, নির্বাচন চাইলে ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই হবে। আপনাদের (বিএনপি) সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই আসে না। খুনীর সঙ্গে কোনো সংলাপ হবে না। বিএনপি এক সময় আমাদের কাছে আত্মসমর্পণ করবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন মানুষ মারার নেত্রী। আমরা যখন আন্দোলন করতাম তখন রাজপথে নির্যাতিত হয়েছি, নিজেরা মার খেয়েছি। মানুষের ওপর নির্যাতন করিনি। আজ মানুষের ওপর নির্যাতন করছে বিএনপি। তাদের নেতারা মাঠে নেই অথচ বার্ন ইউনিটে মানুষের কান্নায় ভরে গেছে। হরতালের নামে গাড়ি ও মানুষ পুড়িয়ে মারা হচ্ছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ১৪ দলের নেতা এস কে শিকদার, শাহাদাত হোসেন, এম এ আজিজ প্রমুখ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।