সরকারের পাশে থাকবে জাপা : রওশন
বিএনপি জোট আন্দোলনের নামে যে নৈরাজ্য শুরু করেছে তা বন্ধে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, যারা সাধারণ মানুষকে পুড়িয়ে মারে তাদের এমন হরতাল ও অবরোধ বন্ধে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) সরকারের পাশে থাকবে। দশম সংসদের পঞ্চম অধিবেশনে সোমবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান ও প্রত্যয় ব্যক্ত করেন।
রওশন এরশাদ বলেন, আন্দোলনের নামে বিএনপি জোট যে নাশকতা করছে তা বন্ধ করা আপনার (প্রধানমন্ত্রীর) দায়িত্ব।
হরতাল-অবরোধে প্রতিদিনই দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। আর এ পর্যন্ত যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা দিয়ে দেশে আরও দুটি পদ্মা সেতু নির্মাণ করা যেত।
খালেদা জিয়ার উদ্দেশে রওশন বলেন, যদি ভোটের রাজনীতি করেন, দেশের মানুষের জন্য রাজনীতি করেন, মানুষের কল্যাণে রাজনীতি করেন, তাহলে মানুষ মারার অবরোধ-হরতাল বন্ধ করুন। এক সময় বিএনপির নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে। খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রীও ছিলেন। তাহলে কীভাবে তিনি দেশের মানুষের এতো বড় ক্ষতি করলেন সেটাই প্রশ্ন। এখন সময় এসেছে, মানুষ মারার হরতলা-অবরোধ বন্ধে একটি ব্যবস্থা গ্রহণের।
এএইচ/পিআর