বেগম জিয়া রাজনীতিতে হেরে গেছেন : মেনন
৫ জানুয়ারির নির্বাচন বয়কট করার মাধ্যমে বেগম খালেদা জিয়া রাজনীতিতে হেরে গেছেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন। শনিবার ঢাকায় ইস্কাটনে ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বেগম জিয়া জনবিচ্ছিন্ন হয়ে এখন সরকার ও সংসদের বিরুদ্ধে যড়যন্ত্র শুরু করেছেন। অস্তিত্বহীন হরতাল ও অবরোধের নামে বেগম জিয়ার আন্দোলন এখন শিক্ষার্থীদের বিরুদ্ধে। যে রাজনৈতিক দল শিক্ষার্থীদের জিম্মি করে সে দল জনগণের দল হতে পারে না।
দেশের মানুষকে মূর্খ করে রাখার ষড়যন্ত্র পরিহার করার জন্য বিএনপি‘র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ বিএনপিকে সব ষড়যন্ত্র সম্পর্কে অবহিত রয়েছে। জনগণ এখন আর হরতাল অবরোধ মানে না। জনগণ উন্নয়নের সরকার চায়।
এর আগে মন্ত্রী বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল বাশার বক্তৃতা করেন।
আরএস/পিআর