মৌচাকে ৩ গাড়িতে আগুন
রাজধানীর মৌচাক এলাকায় দেশ টেলিভিশনের একটি গাড়িসহ তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে খিলগাঁও শাখা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজেন সরকার। তিনি জাগোনিউজকে বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত মৌচাক এলাকায় রাস্তায় চলমান ২টি গাড়িতে আগুন দেয় ও একটি গাড়িতে ভাংচুর চালায়।
এখবর পেয়ে খিলগাও শাখা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান। তবে এঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
জেইউ/আরএস/পিআর