আইনজীবী তাজুল ইসলাম আটক


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৫ মার্চ ২০১৫

জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮.২০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের নিজ কার্যালয় থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। এসময় তার অফিসের স্টাফদেরও নিয়ে যায় পুলিশ। তবে তাজুলের বিরুদ্ধে কী অভিযোগ সেটি এখনো জানা যায়নি। তাজুল ইসলামের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, তাজুল ইসলাম একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের শীর্ষ নেতাদের আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিযুক্ত ছিলেন। কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন দায়ের করার পর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়ে বক্তব্য দেন তিনি। এছাড়া গত ৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সাথে দেখা কারার পর জেল গেটে রিভিউ আবেদনের বিষয়ে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।