নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতারা


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

টানা ৯২ দিন পর নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপির নেতারা। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিএনপির সহ দফতর সম্পাদাক আসাদুল করিম শাহীনসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের গেটে লাগানো তালার চাবি পুলিশের কাছে থাকায় প্রথমে দুই দফা তালা হাতুড়ি দিয়ে তা ভাঙ্গার চেষ্টা করেন তারা। এসময় বৃষ্টি আসলে তারা কার্যালয়ের পাশেই অবস্থান নেন। পরে আবারো তারা তালা ভাঙ্গার চেষ্টা করেন। তৃতীয়বারে সফল হওয়ায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।