আসন ভাগাভাগির নির্বাচনে যাবে না বিএনপি : গয়েশ্বর


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৮ মার্চ ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৫ জানুয়ারির মত আসন ভাগাভাগির অফার আসলেও বিএনপি সে নির্বাচনে যাবে না। আমরা জনগণের ভোটে নির্বাচন চাই।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমরা রাতের আঁধারে ভাগ-বাটোয়ারার নির্বাচন চাই না। ৫ জানুয়ারি যে কারণে বিএনপি নির্বাচনে যায়নি সেই একই রকম অবস্থা থাকলে দলটি কখনোই নির্বাচনে যাবে না।

তিনি আরও বলেন, আমাদের অনেক নেতা আছেন যারা আগে থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দিয়েছেন, তার মামলা চালাচ্ছেন, জামিন নিয়ে নির্বাচন করছেন।

এসময় তাদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, যা বলেন একসঙ্গে বলেন। খালেদা জিয়া যা বলে সেই কথা শোনেন, সেভাবে কথা বলেন। অকারণে নেতাদের বিভ্রান্ত ও হতাশ করবেন না।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন,  আমরা একসঙ্গে কথা বলবো। শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়, খালেদা জিয়া ছাড়া নির্বাচন নয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর বিএনপির জেলা সভাপতি ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সিনিয়র সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।