সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার আহ্বান বিএনপির
সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানোর জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ২৬ এপ্রিল থেকে নয়, আগামীকাল থেকেই মোতায়েন করলে ভালো হয়। এবং নির্বাচনের পর পাঁচদিন পর্যন্ত সেনাবাহিনী মোতায়ন রাখতে হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী এটিকে নাটক বলে হাস্যকর যে বক্তব্য দিয়েছেন তাতে সন্ত্রাসীরা আরও আস্কারা পাবে।
ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, সরকারের দায়িত্ব তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া। কিন্তু সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। তারা যে একদলীয় শাসনে বিশ্বাসী সেটিই প্রমাণ করেছে।
এ ঘটনায় চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় নিয়োজিত মেজর (অব.) ফজলে এলাহী সংশ্লিষ্ট থানায় জিডি করতে গেলে এফআইআর গ্রহণ করা হয়নি। এর মাধ্যমে আইনের শাসনের সমতা পরিলক্ষিত হয়নি।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম নতুন বাংলা বছরের শুরুতে ইতিবাচক রাজনীতি উপহার দিতে। কিন্তু শাসকদলের আগ্রাসী মনোভাবের কারণে তা সম্ভবপর হচ্ছে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা প্রমূখ।
এমএম/বিএ/আরআইপি