‘টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৮ নভেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র মোকাবেলা করেই জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে শরীয়তপুরের সখিপুর উপজেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন নানামুখী ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। বিএনপি কোনোদিনই জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারেনি। চক্রান্ত-ষড়যন্ত্র ছাড়া কখনোই তারা ক্ষমতায় আসতে পারবে না জেনে আবার ষড়যন্ত্র শুরু করেছে। এ ব্যাপারে আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের প্রয়োজনে, উন্নয়নের জন্য, গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে। এ জন্য তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির মোল্লা, চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন পাইক, চেয়ারম্যান জিতু বেপারি, চেয়ারম্যান জসিম মাস্টার, আনোয়ার বালা, সাবেক ছাত্রনেতা জহির শিকদার, কাওসার আহমেদ ত্বকী, খালেক খালাসী, ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা নুর এ আলম আশিক, রাসেল আহমেদ পলাশ, শিপন শিকদার প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪-বর্তমান, প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা। এ আগে ২০০৮-২০১৪ এবং ১৯৯৬-২০০১ মেয়াদেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন।

এফএইচএস/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।