বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৫ জুলাই ২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। একদিকে যেমন দেশের অথনৈতিক উন্নয়ন হয়েছে, অপরদিকে তেমনি দেশ থেকে সন্ত্রাসও দূর হয়েছে। যে কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে।

বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জে কম্পিউটার আউট সোসিং কর্মসূচির এক সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের দূরদর্শিতার কারণে তথ্য প্রযুক্তিতে দেশ অনেক এগিয়েছে। ঘরেই বসেই গ্রামের বেকার যুবকেরা উপার্জন করে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। দেশ আরো এগিয়ে যেতে পারতো, যদিনা অবৈধ হরতাল ও আন্দোলনের নামে দেশে জ্বালাও-পোড়াও করা হতো।

রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আউট সোর্সিং প্রতিষ্ঠান বিগ ব্যাং আয়োজিত এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল­াল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আখতার, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজী প্রমুখ।

বাদল ভৌমিক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।