কারামুক্ত হলেন কল্যাণ পার্টির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৩ মার্চ ২০১৮

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার রাতে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিমপুর কারাগার থেকে আমিনুর রহমান মুক্তি পেয়েছেন। মুক্তির পাওয়ার পর তার সঙ্গে আমার কথা হয়েছে।’

গত বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন আমিনুর। ওই ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুরের পরিবার। দীর্ঘ চার মাস নিখোঁজ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর আমিনুরের সন্ধান পাওয়া যায়। এরপর রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে একটি মামলায় তাকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেলেন আমিনুর।

এমএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।