ইন্ধন নয় শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির সমর্থন : খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৩ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গতকাল আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন এই সাধারণ ছাত্রদের আন্দোলন বিএনপির ইন্ধনে হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি বলতে চাই বাংলাদেশের সমস্ত মানুষ এই ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে এবং বিএনপিও নিশ্চিতভাবে তাদের সমর্থন দিয়েছে এবং সব সময় দেয়া দরকার। এই কারণে যে তাদের দাবি ন্যায় সঙ্গত।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

‘রাজবন্দিদের মুক্তির প্রত্যয়ে আমরা জাতীয়বাদী ছাত্রদল’ শীর্ষক ব্যানারে খালেদা জিয়ার মুক্তি ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহার এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে খসরু বলেন, ‘আন্দোলনে তোমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলন হতে হবে অহিংস এবং কঠোর। তোমাদের যাতে কেউ আগুন সন্ত্রাসী না বানাতে পারে।’

খসরু বলেন, ‘যে দাবির জন্য কোমলমতি ছাত্ররা আন্দোলন করছে তা যদি আমরা সমর্থন দিতে না পারি তাহলে আমাদের জন্য লজ্জার বিষয় হবে।’

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।