ছাত্রদলের কাউন্সিলরদের কার্ড বিতরণ শুরু হচ্ছে কাল
ছাত্রদলের কাউন্সিলরদের কার্ড বিতরণ আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দফতর সম্পাদক আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার নয়াপল্টনস্থ ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয় থেকে ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ২০১৯ -এর কাউন্সিলরদের কার্ড বিতরণ শুরু হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তিনি বলেন, এছাড়াও ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। এ দিন বিকাল ৫টায় গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটে অংশ নেবেন সংগঠনটির সারা দেশের ১১৭ ইউনিটের ৫৮০ কাউন্সিলর।
কেএইচ/এএইচ/পিআর